chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আলীকদমে মহান স্বাধীনতা দিবস পালিত

বান্দরবানের আলীকদম উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে উপজেলা স্মৃতিসৌধের সামনে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। পরে স্মৃতিসৌধ প্রঙ্গনে উপজেলা প্রশাসন, আলীকদম থানা,ফায়ার সার্ভিস,বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠান পুষ্পমাল্য অর্পণ করেন।

সূর্যদয়ের সাথে সাথে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৮টায় উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত কেন্দ্রিয় কর্মসূচী হিসেবে আলীকদম সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে, মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসের অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার, আবদুল্লাহ আল মুমিন এর সভাপতিত্বে আলোচনা সভায়,আলীকদম থানার অফিসার ইনচার্জ মির্জা জহির উদ্দিন,  বক্তব্য রাখেন।

আলোচনা সভা শেষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়।

 

চখ/মীম

এই বিভাগের আরও খবর