chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বহদ্দারহাট পুলিশ বক্সে ‘জয় বাংলা’ লেখা: ছাত্রলীগ কর্মীসহ গ্রেপ্তার ২

চট্টগ্রামের বহদ্দারহাট পুলিশ বক্সের দেয়ালে ‘জয় বাংলা’ লেখার অভিযোগে ছাত্রলীগের কর্মী মীর সাদ মাহমুদ (২৪) ও আশরাফ উদ্দিন রিয়াজ (২৮) নামে দুজনকে গ্রেপ্তার করেছে বাকলিয়া থানা পুলিশ।

বুধবার (২৫ মার্চ) রাত দেড়টার দিকে বাকলিয়া থানাধীন শহীদ বশরুজ্জামান চত্বর এলাকা থেকে একটি গাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন।

গ্রেপ্তারকৃতদের মধ্যে মীর সাদ মাহমুদ চন্দনাইশ উপজেলার মধ্যম হাশিমপুর খুনিয়ারপাড়া এলাকার মীর মহিউদ্দিনের ছেলে এবং আশরাফ উদ্দিন রিয়াজ চন্দনাইশ পৌরসভার ফকির পাড়া এলাকার নাছির উদ্দিনের ছেলে।

পুলিশের দাবি, কিছুদিন আগে মধ্যরাতে মোটরসাইকেলে এসে বহদ্দারহাট পুলিশ বক্সের দেয়ালে ‘জয় বাংলা’ লেখেন তারা। এরপর গোপন সংবাদের ভিত্তিতে বাকলিয়া থানার ওসি তদন্ত মোজাম্মেল হকের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এদিকে, পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃতরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ক্যাডার এবং রমজান মাসে বিভিন্ন স্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর নামে প্যাকেটজাত খাবার বিতরণ করছিলেন।

বাকলিয়া থানার ওসি মো. ইখতিয়ার উদ্দিন বলেন, ‘তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

ফখ|চখ

এই বিভাগের আরও খবর