মহান স্বাধীনতা দিবসে ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাবের শ্রদ্ধা
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
বুধবার (২৬ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে নবনির্মিত স্মৃতিস্তম্ভে প্রেসক্লাবের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি আহমদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক সোলাইমান আকাশ, মোহাম্মদ সেলিম, নুরুল আবসার নূরী, সালাউদ্দিন জিকু, মোহাম্মদ ইউছুপ আরাফাত,ওবাইদুল আকবর রুবেল, সীরাত মঞ্জুর প্রমুখ।
পুষ্পস্তবক অর্পণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, আজকের এ দিনে আমরা আরো গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি সে সব নির্ভিক বীর শহীদদের প্রতি, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন মাতৃভূমি পেয়েছি।
বিশ্বের বুকে বুকের তাজা রক্ত দিয়ে স্বাধীনতা অর্জনের নজীর দ্বিতীয়টি নেই। মহান মুক্তিযোদ্ধাদের বীরত্বপূর্ণ ইতিহাস প্রজন্ম থেকে প্রজন্মান্তরে শক্তি, সাহস আর প্রেরণার উৎস হয়ে থাকবে।’
তাসু/চখ