chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বিএনকেএস ও একশনএইড’র উদ্যোগে থানচিতে পানি দিবস পালিত

পানি বিষয়ে সচেতনতা ও গুরুত্বকে তুলে ধরার জন্য সারাবিশ্বের ন্যায় বান্দরবানে থানচিতে বলীপাড়া নারী কল্যাণ সমিতি(বিএনকেএস) উদ্যোগে দাতা সংস্থা একশন এইড সহযোগীতায় বিশ্ব পানি দিবস পালিত হয়েছে।

শনিবার (২২ মার্চ) সকাল ১১ ঘটিকায় বলীপাড়া প্রকল্প অফিসের  শিশুদের চিত্রাংকন প্রতিযোগীতায় ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা উপসহকারী কর্মকর্তা মিথোয়াইচিং মারমা, ৩নং ওয়ার্ডে সদস্য সজল কর্মকার,প্রোগ্রাম এন্ড স্পন্সরশীপ অফিসার মংক্যওয়াং মারমা, ফিল্ড অর্গানাইজার ক্যথুইঅং মারমা, এলাকায় সুশীল সমাজের ব্যক্তিবর্গ ও শিশু কিশোরা।

বিশ্ব পানি দিবসের প্রতিপাদ্য ছিলো- “হিমবাহ সংরক্ষণ, যা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও নিরাপদ পানির ভবিষ্যৎ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে’’। বিশ্ব পানি দিবসের লক্ষ্য হলো পানির সংকট এবং তার সুরক্ষা সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধি করা।

জাতিসংঘের গৃহীত প্রস্তাব অনুযায়ী, প্রতিবছর ২২ মার্চ বিশ্ব পানি দিবস হিসেবে পালিত হচ্ছে। ১৯৯২ সালে ব্রাজিলের রিওতে এ প্রস্তাব গৃহিত হয়। সেখানে পানিসম্পদের জন্য একটি বিশেষ দিন ঘোষণার দাবি তোলা হয়। ১৯৯৩ সালে প্রথম বিশ্ব পানি দিবস পালিত হয় এবং এরপর থেকে এই দিবস পালনের গুরুত্ব ক্রমশ বৃদ্ধি পেতে থাকে।

নদীমাতৃক এই বাংলাদেশে পানি এবং টেকসই উন্নয়ন একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। পানি ছাড়া যেমন আমাদের জীবন অচল; ঠিক তেমনি জলবায়ু ও প্রকৃতি যা আমাদের জীবন ও জীবিকার সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত তার স্বাভাবিক প্রবাহের জন্যও পানি অত্যাবশ্যকীয়।

জেএফআই/চখ

এই বিভাগের আরও খবর