chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সাংবাদিক ফারুক আব্দুল্লাহর পিতার মৃত্যুতে সিইউজের শোক

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সদস্য ও দৈনিক পূর্বদেশের স্টাফ রিপোর্টার ফারুক আব্দুল্লাহর পিতা আবুল কাসেমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সিইউজে নেতৃবৃন্দ।

শুক্রবার এক শোকবার্তায় সিইউজের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক সবুর শুভ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।

আবুল কাসেম বার্ধক্যজনিত রোগসহ নানা জটিলরোগে ভুগছিলেন। বৃহস্পতিবার (২০ মার্চ) দিবাগত রাত পৌনে এগারোটার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।

আজ বাদে জুমা বাঁশখালী উপজেলার শেখেরখীল ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড লালজীবন গ্রামের হাসনি বাপের জামে মসজিদে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

সিইউজে নেতৃবৃন্দ বলেন, পিতাকে হারানোর শোক কতটা ভারী শুধু তিনিই বুঝতে পারেন, যিনি পিতা হারিয়েছেন। সাংবাদিক ফারুক আব্দুল্লাহ পিতৃহারা হওয়ার ঘটনায় সিইউজে পরিবার গভীরভাবে শোকাহত। সৃষ্টিকর্তা তাঁর পরিবারের সদস্যদের যেন শোক সহ্য করার ক্ষমতা দেন এ কামনা করেন সিইউজে নেতৃবৃন্দ।

-চখ/আরএ

 

এই বিভাগের আরও খবর