chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সাদ-মুসা গ্রুপের মালিক মহসিনসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

প্রাইম ব্যাংকের অর্থ আত্মসাৎ

চট্টগ্রামে প্রাইম ব্যাংকের জুবিলি রোড শাখা থেকে ৪৬ কোটি ৮৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সাদ–মুসা গ্রুপের মালিক ও সাউথ বাংলা অ্যাগ্রিকালচার কমার্স ব্যাংক (এসবিএসিবি)’র সাবেক পরিচালক মোহাম্মদ মোহসিনসহ ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গত বৃহস্পতিবার দুদক–এর মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এ তথ্য জানান। খবর বাসসের।

তিনি জানান, চট্টগ্রামের প্রাইম ব্যাংক থেকে পারস্পরিক যোগসাজশে একে অন্যের সহায়তায় ক্ষমতার অপব্যবহার করে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ও অসদাচরণের মাধ্যমে গ্রাহকের ঋণ পরিশোধের সক্ষমতা যাচাই না করে ১০০ কোটি টাকা ঋণ মঞ্জুর করা হয়। এর মধ্যে প্রকল্প ঋণ জেনারেলের মূল ঋণ/আসল ৪৬ কোটি ৮৩ কোটি টাকা আত্মসাতের অপরাধে মামলা দায়ের করা হয়েছে। সুদ ৪০ কোটি ৫৬ লাখ টাকাসহ বর্তমান দায় দাঁড়িয়েছে ৮৭ কোটি ৩৯ লাখ টাকা। মামলার আসামিদের মধ্যে মোহাম্মদ মোহসিনের স্ত্রী ও মেরিডিয়ান ফিন্যান্স লিমিটেডের পরিচালক শামীমা নারগিস চৌধুরীও রয়েছেন।

বাকি নয় জন আসামি হলেন– প্রাইম ব্যাংকের এসভিপি ও শাখা প্রধান এস এইচ মোখতার আহম্মদ, ব্যবস্থাপনা পরিচালক মো. এহসান খসরু, এক্সিকিউটিভ অফিসার (ক্রেডিট ইনচার্জ) মারহুমা আক্তার, এক্সিকিউটিভ অফিসার সাফায়েত উল্যাহ, ফিরোজ মাহমুদ, এভিপি (ম্যানেজার অপারেশনস) এ টি এম আহসান, ডিএমডি, কর্পোরেট ব্যাংকিং ডিভিশন (এঙপোর্ট ফাইন্যান্স ইউনিট) কান্তি কুমার সাহা, এসএভিপি, কর্পোরেট ব্যাংকিং ডিভিশন (এক্সপোর্ট ফাইন্যান্স ইউনিট) এসএম খোরশেদ আলম ও এসএভিপি, কর্পোরেট ব্যাংকিং ডিভিশন (এক্সপোর্ট ফাইন্যান্স ইউনিট) কাজী মইনুল হক।

-চখ/আরএ

 

এই বিভাগের আরও খবর