গাজায় ইসরায়েলি হামলা, ৭২ ঘণ্টায় নিহত প্রায় ৬০০
গাজার দক্ষিণাঞ্চল ও উত্তরাঞ্চলে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি সেনারা। গত মঙ্গলবার (১৮ মার্চ) যুদ্ধবিরতি ভঙ্গের পর থেকে টানা হামলায় নিহতের সংখ্যা এখন পর্যন্ত ৫৯০ ছাড়িয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, দক্ষিণ গাজার রাফাহ শহরে তাদের স্থল অভিযান চলছে। একইসঙ্গে উত্তরের বেইত লাহিয়া ও মধ্যাঞ্চলেও আগ্রাসন চালানো হচ্ছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান হামলায় এখন পর্যন্ত ৪৯ হাজার ৬১৭ ফিলিস্তিনি নিহত ও ১ লাখ ১২ হাজার ৯৫০ জন আহত হয়েছেন। তবে গাজার সরকারি গণমাধ্যম অফিস বলছে, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা মানুষদের হিসাব করলে মৃতের সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়ে যেতে পারে।
যুদ্ধবিরতির পর গতকালই প্রথম ইসরায়েলের দিকে রকেট হামলা চালিয়েছে হামাস। পাশাপাশি ইয়েমেনের হুথি বিদ্রোহীরা জানিয়েছে, তারা তেল আবিবের দক্ষিণের একটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
সূত্র : আল জাজিরা
◑ ফখ|চখ