বাঁশখালীতে নাশকতা মামলার ৩ আসামী গ্রেপ্তার
বাঁশখালীতে বিশেষ অভিযান পরিচালনা করে নাশকতা মামলার তিনজন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২০ মার্চ) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে পৃথক অভিযান পরিচালনা করে আসামীদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন থানার অপারেশন অফিসার কামরুল হাসান কায়কোবাদ।
গ্রেপ্তারকৃত আসামীরা হলেন- চাম্বল ইউনিয়নের পূর্ব চাম্বল ৮ নম্বর ওয়ার্ডের ছৈয়দ আহমদের পুত্র মো. ছগির মাহমুদ (৩০), বাঁশখালী পৌরসভার উত্তর জলদী ৩নম্বর ওয়ার্ড এলাকার আব্দুল গণির পুত্র আলী আকবর (৩৫), বাহারছড়া ইউপির পশ্চিম চাপাছড়ি ৮ নম্বর ওয়ার্ডের নুরুল আবছারের পুত্র নুরুল মোস্তাকিম শিপন (২৬)।
থানা পুলিশ সূত্রে জানা যায়, ‘আসামীদের বিরোদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাসহ নাশকতার অভিযোগ রয়েছে। গত রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. ইমাম হোসেন এবং এসআই মো. মোরাদ হোসেনের সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা তাদের গ্রেপ্তার করে।’
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, ‘আসামীদের গ্রেপ্তার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। বাঁশখালীতে আইনশৃঙ্খলা পরিবেশ স্বাভাবিক রাখতে পুলিশ সরব কাজ করে যাচ্ছেন।’
জেএফআই/চখ