chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

‘একটুখানি মন’ কাড়ছে দর্শকের মন

আসছে ঈদে মুক্তি প্রতীক্ষিত আফরান নিশো অভিনীত ‘দাগি’ ছবির প্রথম গান ‘একটুখানি মন’ উম্মুক্ত হয়েছে নেট দুনিয়ায়। টিজারের মতো গানটিও নিশোর ভক্তদের মন কেড়ে নিয়েছে।

আজ বৃহস্পতিবার (২০ মার্চ) মুক্তি পেয়েছে গানটি। কথায় রয়েছে রোমান্টিক অনুভূতি, যেখানে নিশো ও তমা মির্জাকে রোমান্স করতে দেখা যাচ্ছে। অন্তর্জালে গানটি মুক্তির পর রীতিমতো হইচই  ফেলে দিয়েছে দর্শকমহলে।

গানটি সংগীত করেছেন সাজিদ সরকার। কথা লিখেছেন সাদাত হোসাইন। এ গানে কণ্ঠ দিয়েছেন তাহসান খান ও মাশা ইসলাম। গানটি ইতোমধ্যে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করেছে।

মন্তব্যের ঘরে পাওয়া গেছে তার প্রমাণ। একজন লিখেছেন, ‘মন প্রাণ সব জুড়িয়ে গেল’। অন্য একজন লিখেছেন, ‘বছরের সেরা রোমান্টিক গান, নিশো- তমা জুটি সেরা’। সব মিলিয়ে বলা-ই যায়, একটুখানি মন অনেকখানি মুগ্ধতা ছড়াচ্ছে।

শিহাব শাহীন পরিচালিত দাগি’-তে নিশো-তমা ছাড়াও অভিনয় করেছেন গাজী রাকায়েত, মিলি বাশার, রাশেদ মামুন অপু, প্রীতি আলভি। বিশেষ চরিত্রে দেখা যাবে মনোজ প্রামাণিককে। আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।

 

চখ/মীম

এই বিভাগের আরও খবর