chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে অনুমোদনহীন বগুড়ার দই জরিমানা লাখ টাকা

চট্টগ্রামে বগুড়ার মিষ্টি দই নামক কারখানায় অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে দই তৈরির অভিযোগে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে বায়েজিদ থানাধীন আতুরার ডিপো এলাকায় এই অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন অনুমোদন ছাড়াই দই উৎপাদন করছে এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত করছে।

ফলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ও ৪৪ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং দই তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

এছাড়া, কারখানার মালিককে বিএসটিআই অনুমোদন না পাওয়া পর্যন্ত দই উৎপাদন বন্ধ রাখার লিখিত অঙ্গীকারনামা দিতে বাধ্য করা হয়।

চট্টগ্রামের সহকারী পরিচালক আনিসুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্যের সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

চখ/ককন

এই বিভাগের আরও খবর