মিরসরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৪
ঈদকে সামনে রেখে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র এবং প্রাইভেটকারসহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৯ মার্চ) দিবাগত রাত ১টায় উপজেলার নিজামপুর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়৷
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন- বিমল দেবনাথ (৪৫), শাহিন উদ্দিন জাফর, নুর নবী (৩৫), সাব্বির হোসেন(২১) ৷
এসময় তাদের কাছ থেকে দুইটি ছুরি, একটি লোহার পাত, দুটি প্লাস্টিকের বাটযুক্ত কাটার ব্লেড, একটি কালো রংয়ের স্টিলের ফ্রেমসহ হ্যাকসো ব্লেড, দুইটি স্টীলের এসএস পাইপ এবং একটি সাদা টয়োটা প্রাইভেটকার, যাহার রেজিস্ট্রেশন নং-চট্ট মেট্রো-গ-১১-৪০৪১ যাহার চেসিস নং- EE102-0044748 জব্দ করা হয়৷
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, গতকাল দিবাগত রাতে নিজামপুর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে থানার একটি অভিযান টিম ডাকাতদলকে হাতেহাতে ধরে৷ গ্রেপ্তারকৃত আসামীসহ অজ্ঞাত ৩ জনের নামে মামলা রজু করে আদালতে প্রেরণ করা হয়েছে ৷ মহাসড়কে ডাকাত দমনে আমাদের অভিযান অব্যহত থাকবে৷
তাসু/চখ