chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

রোজা হতে পারে ৩০টি, বলছেন জ্যোতির্বিদেরা

আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের গবেষকেরা জানাচ্ছেন, আগামী ২৯ মার্চ (শনিবার) আরব দেশগুলোতে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার সম্ভাবনা খুবই কম। এই পরিস্থিতিতে, রমজান মাস ৩০টি পূর্ণ হওয়ায় ঈদুল ফিতর ৩১ মার্চ (সোমবার) পালিত হতে পারে।

বুধবার (১৯ মার্চ) মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এই তথ্য প্রকাশ করেছে।

আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের মতে, ২৯ মার্চ শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়া ‘প্রায় অসম্ভব’। এর প্রধান কারণ হল, ওই দিনে চাঁদের অবস্থান এমনভাবে হবে যে, সূর্যাস্তের পর চাঁদ দেখা সম্ভব হবে না। তাই, এই দিনে চাঁদ দেখার দাবির কোনও বৈজ্ঞানিক ভিত্তি থাকবে না। তবে, কিছু দেশ চাঁদ দেখার ক্ষেত্রে তাদের চিরায়ত পদ্ধতি অনুসরণ করতে পারে এবং সেক্ষেত্রে রোববার, ৩০ মার্চ ঈদুল ফিতর পালনের ঘোষণা আসতে পারে।

এছাড়া, ২৯ মার্চ দুপুরে, মৌরিতানিয়া, মরক্কো, আলজেরিয়া ও তিউনিসিয়ার মতো পশ্চিম আরব বিশ্বের কিছু অংশে একটি আংশিক সূর্যগ্রহণ দৃশ্যমান হবে। সূর্যগ্রহণ একটি স্পষ্ট জ্যোতির্বিদ্যা সংক্রান্ত ঘটনা, যা খালি চোখে দেখা যায় এবং এটি নিশ্চিত প্রমাণ হিসেবে কাজ করবে যে, ওই সময় বা পরবর্তী সময়ে চাঁদ দেখা যাবে না।

আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের গবেষকরা আরও বলেছেন, এই বৈজ্ঞানিক ও পর্যবেক্ষণযোগ্য প্রমাণের পরিপ্রেক্ষিতে ২৯ মার্চ চাঁদ দেখার দাবি করা যৌক্তিক হবে না। এমন দাবি করা স্পষ্টতই ভুল হবে, কারণ এটি জ্যোতির্বিদ্যার বাস্তবতার বিরোধিতা করবে।

এ কারণে, বিশ্বের অধিকাংশ দেশে রোজা ৩০টি পূর্ণ হবে এবং ঈদুল ফিতর ৩১ মার্চ (সোমবার) পালিত হবে, এমনটাই ধারণা করা হচ্ছে। তবে, কিছু দেশ ঐতিহ্যগত চাঁদ দেখার পদ্ধতি অনুসরণ করতে পারে, যার ফলে সেগুলোর মধ্যে ঈদ উদযাপন ৩০ মার্চ (রোববার) হতে পারে।

◑ ফখ|চখ

এই বিভাগের আরও খবর