মিথ্যা অভিযোগের প্রতিবাদে এলডিপির মানববন্ধন
চন্দনাইশে বরমা ইউনিয়নে চর বরমা ৯ নং ওয়ার্ডের সরকারি ইজারাকৃত বালুর স্তুপ নিয়ে কথিত এলাবাসীর মানববন্ধনে এলডিপিকে জড়িয়ে মিথ্যা তথ্য পরিবেশন করায় এলডিপির পক্ষ থেকে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী।
সোমবার সন্ধ্যায় বরমা ইউনিয়নের ৫ নং বালুর স্তুপের সামনে দাড়িয়ে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন শেষে লিখিত বক্তব্য পাঠ করেন পৌরসভা এলডিপির সভাপতি এম আইনুল কবির চৌধুরী।
লিখিত বক্তব্যে তিনি জানান, পানি উন্নয়ন বোর্ড কতৃক সাঙ্গু নদীর তীর সংরক্ষণ প্রকল্পের আওতায় উত্তোলনকৃত বালু সরকারি বিধি মোতাবেক ইজারায় প্রথম ডাককারী হয়ে সম্পূর্ণ টাকা পরিশোধ করে বালু বেচা-বিক্রি করছেন মোঃ নুরুল আমিন, তিনি এল ডি পির রাজনীতির সাথে জড়িত কিন্তু কথিত এলাকাবাসীর পক্ষ থেকে বলা হয়েছে এলডিপির ভূমি দস্যুরা অবৈধভাবে বালু উত্তোলন করে নিয়ে যাচ্ছে যা সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্য প্রণোদিত ও।হানিকর।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চন্দনাইশ উপজেলা এল ডি পির সাধারণ সম্পাদক আকতারুল আলম, পৌরসভা এল ডি পির সাধারণ সম্পাদক আকতার উদ্দীন, বরমা ইউনিয়ন এল ডি পির সভাপতি মোছলেম খান, দক্ষিণ জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি ও ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আনিছুর রহমান, সাবেক ছাত্রদল সভাপতি জসিম উদ্দীন প্রমুখ। এসময় স্থানীয় লোকজন ও দলীয় শত-শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।
তাসু/চখ