রমজানে দরিদ্রদের পাশে থাকার আহ্বান নিয়াজ মোহাম্মদ খানের
পবিত্র রমজান মাসে এলাকার আর্থিকভাবে অসচ্ছল ব্যক্তিদের পাশে থাকতে বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান। রবিবার (২ মার্চ) ২৩ নং ওয়ার্ডস্থ আকবর শাহ মাজার বাড়ী প্রাঙ্গণে বিনামূল্যে সবজি বিতরণ কার্যক্রম উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন ডবলমুরিং থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী বাদশা মিয়া, বিএনপি নেতা রফিক মেম্বার, আব্দুল মান্নান, সিরাজুল মোস্তফা, মোজাহের খান, আব্দুল করিম সেলিম, আমির উদ্দিন বাবুল, আনু মিয়া বাবুল, শ্রমিক দল নেতা আবু তাহের, মোঃ ইলিয়াস, আলমগীর, জাহেদ ও হাজী মনজুর মিয়া।
চখ/ককন
