chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আটকেপড়া পেঁয়াজের ট্রাক প্রবেশ করবে আজ

ডেস্ক নিউজ: দেশে পেঁয়াজের বাজারে কয়েকদিন থেকেই অস্থিরতা দেখা দিয়েছে। এমন সময় ভারতের বিভিন্ন স্থল বন্দরে আটকেপড়া পেঁয়াজের ট্রাক আজ বাংলাদেশে প্রবেশ করবে।

গতকাল বুধবার সন্ধ্যায় ভারতের শুল্ক বিভাগ এ সিদ্ধান্তের কথা জানায়।

জানা যায়, হিলি সীমান্ত দিয়ে সকাল ১১টার দিকে আটকেপড়া পেঁয়াজের ট্রাক আসবে।

এদিকে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষ জানায়, মৌখিকভাবে তারা বিষয়টি জেনেছেন। ১৬৫ ট্রাকের পেঁয়াজ আটকে রয়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের বিপরীতে ঘোজাডাঙ্গা স্থলবন্দরে।

আগেই এলসি করা আমদানিকরা এসব পেঁয়াজের মুল্য ৩০০ মার্কিন ডলার থেকে ৪০০ মার্কিন ডলার।

গত সোমবার ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের বৈদেশি বাণিজ্য অধিদপ্তর পেঁয়াজ রফতানির নিষেধাজ্ঞার ফলে বাংলাদেশে পেঁয়াজের বাজারে অস্থিরতা দেখা দেয়। একদিনের ব্যাবধানে প্রতি কেজিতে ৩০ থেকে ৪০ টাকা বৃদ্ধি পায়।

এমআই/

এই বিভাগের আরও খবর