chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

পরিবেশ দূষণ: সীতাকুণ্ডের ৩ শিল্প প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক : পরিবেশ দূষণের দায়ে চট্টগ্রামের সীতাকুণ্ডের তিন শিল্প প্রতিষ্ঠানকে জরিমানা ৯০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

এছাড়া ব্রাহ্মণবাড়িয়া সদরের এক ব্যক্তিকে ছাড়পত্র ছাড়া ভবন নির্মাণের দায়ে ৩ লাখ টাকা জরিমানা আরোপ করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) অধিদপ্তরের কার্যালয়ে শুনানি শেষে পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন এই জরিমানা করেন।
বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫–এর ধারা-৭ অনুযায়ী এই জরিমানা করা হয়।
পরিবেশগত ছাড়পত্রের শর্ত ভঙ্গের দায়ে সীতাকুণ্ডের প্যাসিফিক স্টিল এন্টারপ্রাইজকে ৩০ হাজার টাকা, এইচ এম স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ৪০ হাজার টাকা ও জনতা স্টিলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে ছাড়পত্র ছাড়া ভবন নির্মাণের দায়ে ব্রাহ্মণবাড়িয়া সদরের বাসিন্দা সুকান্ত দাসকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

সংশ্লিষ্টরা উক্ত আদেশ পালনে ব্যর্থ হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে জানান পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন।
এসএএস/

এই বিভাগের আরও খবর