নীতিমালা না মেনে স্থাপনা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী
ডেস্ক নিউজ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুর্ঘটনা এড়াতে নীতিমালা মেনে মসজিদসহ যেকোনো স্থাপনা নির্মাণ করতে হবে। যারা নীতিমালা মানবে না তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদের নবম অধিবেশনে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘নারায়ণগঞ্জের ফতুল্লায় বায়তুস সালাত জামে মসজিদটি নির্মাণের কোনো অনুমতি ছিল না। অনুমোদন না নিয়ে মসজিদ করার ফলে দুর্ঘটনাটা ঘটে গেল। আমরা অনেক মুসল্লিদের হারিয়েছি। নামাজ পড়া অবস্থায় মৃত্যুবরণ করেছে এটা অত্যন্ত দুঃখজনক। সবার আত্মার মাগফিরাত কামনা করছি।’
তিনি বলেন, ‘মসজিদ নির্মাণ হয়েছে এমন একটি জায়গায় যেখানে গ্যাসের লাইন ছিল। জায়গাটাও কমিটির ছিল না। ভবিষ্যতে কেউ যদি কোনো স্থাপনা করেন, অন্তত নীতিমালা মেনে করবেন।’
এসএএস/এএমএস