chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কর্ণফুলীতে ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

চট্টগ্রামের কর্ণফুলীতে ১ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মইজ্যারটেক এলাকার পুলিশের চেকপোস্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আব্দুর রহমান (২১) কক্সবাজার টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকের বাসিন্দা। তার বাড়ি নং- ৬৬। পিতার নাম করিম উল্লাহ।

কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ বলেন, মইজ্যারটেক মোড়ের চেকপোস্টে নিয়মিত তল্লাশি চালানো হয়। এ সময় রোহিঙ্গা আব্দুর রহমানের কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কর্ণফুলী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

-চখ/আরএ

এই বিভাগের আরও খবর