chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

পটিয়ায় তারুণ্যের উৎসবে প্রধান অতিথি আওয়ামীলীগ নেতা !

তারুণ্যের উৎসব’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি করা হয়েছে এক আওয়ামীলীগ নেতাকে। এ নিয়ে এলাকায় বয়ে যাচ্ছে সমালোচনার ঝড়, ক্ষোভ বিরাজ করছে ছাত্র-জনতার মাঝে। চট্টগ্রামের পটিয়ায় আওয়ামী লীগের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া উপ-কমিটির সদস্য জসিম উদ্দিনকে একটি স্কুলের অনুষ্ঠানে করা হয় প্রধান অতিথি। ছাত্র-জনতা ঘটনাটি ছদ্মবেশে ফ্যাসিবাদের পুনর্বাসনের প্রচেষ্টা হিসেবে দেখছেন।

জানা যায়, আজ বৃহস্পতিবার চট্টগ্রামের পটিয়া উপজেলার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান ছিলো। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া উপ-কমিটির সদস্য জসিম উদ্দিন।

এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি হাসান আল বান্নাহ্ বলেন, ” ফ্যাসিবাদ যে নামেই আসুক আমরা তাদেরকে প্রতিহত করতে প্রস্তুত আছি। আওয়ামীলীগ তাদের সফট পাওয়ারগুলোকে মাঠে নামিয়ে ফ্যাসিবাদকে নর্মালাইজ করার চেষ্টা করছে। আওয়ামীলীগ নেতা কিভাবে স্কুলের অনুষ্ঠানে প্রধান অতিথি হয় সেটা কর্তৃপক্ষকে জবাব দিতে হবে।”

এ বিষয়ে চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দিনের সাথে মোবাইল ফোনে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এছাড়াও পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানুর রহমানকেও ফোনে পাওয়া যায়নি।

  • ফথ|চখ
এই বিভাগের আরও খবর