chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

তবে কি দেশে ফিরতে ভয় পাচ্ছেন জায়েদ খান?

বেশ কয়েক মাস দেশের বাইরে ঢালিউড অভিনেতা জায়েদ খান।গুঞ্জন উঠেছে আর ফিরবেন না এই নায়ক। মুল কারণ তিনি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। যুক্ত ছিলেন আলো আসবেই গ্রুপে।এসব কারণেই দেশে ফিরতে ভয় পাচ্ছেন তিনি।

তবে জায়েদ বলছেন ভিন্ন কথা। দেশে ফিরতে কোন ভয় পাচ্ছেন না তিনি। সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “না না, আমি ভয় পাচ্ছি না। দেশে তো আর বাবা-মা নাই, ভাই-বোনও নাই। আমি এই জায়গায় (নিউইয়র্কে) একটা কোম্পানির সঙ্গে কাজ করতেছি। যেহেতু দেশে অনেক দিন কাজ করলাম, দেশে কাজও কম, রাজনৈতিক পরিবেশ-পরিস্থিতির কারণে অনেক শিল্পী কাজ পাচ্ছেন না, সবাই তো বিদেশে এসে কাজ করছেন। আমিও বিভিন্ন জায়গায় শো করছি। এখানে আমি বসে নেই। দেশে ফেরার ব্যাপারে আমার ভয়ের কোনো কারণ নেই। আমি তো কোনো অন্যায় করে আসিনি, কোনো অপরাধ করে আসিনি।”

আরও বলেন, “শিল্পীরা কখনো অন্যায়-দুর্নীতি করতে পারে না। আপনি কোনো একটা দলকে পছন্দ করতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। শিল্পদের ব্যক্তিগত মতাদর্শ থাকতে পারে। আপনারা দেখবেন, তাদের দ্বারা কোনো দুর্নীতি হচ্ছে কি না। আমি দেশের আইন অমান্য করেছি? আমি কারোও ক্ষতি করেছি? অবৈধভাবে টাকা ইনকাম করেছি? আমি কষ্ট করে শৈল্পিক লাইন দিয়ে অর্থ উপার্জন করেছি, কোনো অন্যায় কাজ করিনি। অন্যায়ের কাছে মাথা নতো করিনি। যদি করতাম, তাহলে শিল্পীসমিতিই আমার অন্যায়ের বিরুদ্ধে কথা বলতো। আমি যখন সমিতিতে ছিলাম, দুপুরের খাবারও নিজের টাকায় খেয়েছি। চার বছরে কোনো দিন সমিতির টাকায় খাইনি।”

জায়েদ খানের ফেসবুকে চোখ রাখলে বোঝা যায় সময়টা অনেক ভালো কাটছে তার। সঙ্গে ব্যস্ততাও রয়েছে।  প্রায়ই যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি শিল্পীদের সঙ্গে ছবি প্রকাশের পাশাপাশি বিভিন্ন শোয়ে পারফর্মের ছবি ও ভিডিও শেয়ার করেন তিনি।

 

চখ/মীম

 

 

এই বিভাগের আরও খবর