chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আনোয়ারায় হাতির হানায় ক্ষতিগ্রস্তরা পেল ২৬ লাখ টাকা

চট্টগ্রামের আনোয়ারায় বন্য হাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তারা।বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের সম্মেলন কক্ষে ক্ষতিগ্রস্ত পরিবারের স্বজনদের হাতে চেক তুলে দেওয়া হয়।

চেক বিতরণ অনুষ্ঠানে বন্য হাতির আক্রমণে নিহত হওয়া দুইজন, আহত ছয়জন এবং ফসলের ক্ষতি হওয়া ৪৩ পরিবারকে ২৬ লাখ ৭২ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভাগীয় বন কর্মকর্তা আবু নাছের মো. ইয়াছিন নেওয়াজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার ও বন্যপ্রাণী ও জীববৈচিত্র‍্য সংরক্ষণ কর্মকর্তা দীপান্বিতা ভট্টাচার্য্য।

জেএফআই/চখ

এই বিভাগের আরও খবর