chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বাঁশখালী ৪ পৌর কাউন্সিলরসহ আ’লীগ নেতার জামিন নামঞ্জুর

বাঁশখালী পৌরসভার চার কাউন্সিলর ও পৌরসভার ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতির জামিন নামঞ্জুর করে  কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে চট্টগ্রাম জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী শহিদুল ইসলাম তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তারা হলেন- বাঁশখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাঞ্চন বড়ুয়া, ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আক্তার হোসেন, ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবদুল গফুর, ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রণব কুমার দাশ এবং পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জাফর আহমদ।

উল্লেখ্য, ২০১৮ সালে বিএনপি সমর্থিত প্রার্থী আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরীর নির্বাচনী অফিস ভাংচুরের ঘটনায় বাদী হয়ে পৌরসভা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক সাইদুল ইসলাম মামলা দায়ের করেন। তারা সবাই জি.আর ২৮৮/২০২৪ (বাঁশখালী) মামলার এজহারভুক্ত আসামী।

চট্টগ্রাম জেলা ও দায়রাজজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর নাছির উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।

 

চখ/মীম

এই বিভাগের আরও খবর