chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

দুই দশকে ৩৮ বাঘের মৃত্যু

ডেস্ক নিউজ : গত দুই দশকে বাংলাদেশে ৩৮টি বাঘের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন। এর মধ্যে সিডরের আঘাতে একটি, দুষ্কৃতিকারীরা হত্যা করেছে ১০টি, জনতার পিটুনিতে মারা গেছে ১৪টি এবং অস্বাভাবিক মৃত্যু হয়েছে ১৩টির।

জাতীয় সংসদে বুধবার ভোলা-৩ আসনের নুরুন্নবী চৌধুরী শাওনের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। এদিন প্রধানমন্ত্রী ছাড়া অন্য মন্ত্রীদের প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
মন্ত্রী বলেন, সর্বশেষ ২০১৮ সালে সুন্দরবনে ক্যামেরা ট্রাপিং পদ্ধতিতে অনুষ্ঠিত বাঘশুমারিতে ১১৪টি বাঘের সন্ধান পাওয়া যায়, যা ২০১৫ সালে ১০৬টি বাঘ পাওয়া যায়। ২০২১-২০২২ সালে আরেকটি বাঘ শুমারি হওয়ার কথা রয়েছে।

নোয়াখালী-৩ আসনের মামুনুর রশীদের প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানান, এক লাখ ৯২ হাজার ৩৫১ জন তালিকাভুক্ত বীর মুক্তিযোদ্ধা বা তাদের পরিবারকে সম্মানী ভাতা দেয়া হচ্ছে।
এ খাতে চলতি ২০২০-২১ অর্থ বছরে পাঁচ হাজার ৫৯ হাজার ৫৫ লাখ ৮৭ হাজার টাকা বরাদ্দ রয়েছে। এছাড়া মুক্তিযোদ্ধ কল্যাণ ট্রাস্টের মাধ্যমে ১১ হাজার ৯৯৮ জন যুদ্ধাহত ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবার এবং ৬৭৬ জন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাকে সম্মানী ভাতা দেয়া হয়।

বর্তমানে তিন শ্রেণিতে দুই লাখ ৫ হাজার ২৫ জন মুক্তিযোদ্ধা বা তাদের পরিবারকে সম্মানী ভাতা দেয়া হচ্ছে। তিন হাজার ৯৪৪ কোটি ৫৫ হাজার ৮৭ হাজার টাকা বরাদ্দ রয়েছে।
এসএএস/

এই বিভাগের আরও খবর