হাটহাজারীতে পিক আপের ধাক্কায় রাউজানের যুবক নিহত
চট্টগ্রামের নাজিরহাট সড়কে দুর্ঘটনায় মো. সাইফুর রহমান সাইফ (২৪) নামে এক যুবক মারা গেছে।
শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে ধলই ইউনিয়নের মইন্যাপুকুর পাড় বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইফুর রহমান রাউজান উপজেলার পশ্চিম ফতেহনগর এলাকার খুরশিদের বাপের বাড়ির মো. মতিউর রহমানের ছেলে।
জানা যায়, বিকাল সাড়ে ৪টার দিকে নাজিরহাটমুখী একটি পিকআপ মইন্যাপুকুর পাড় বাজার এলাকা অতিক্রম করার সময় রাস্তা পার হতে গেলে সাইফুরকে সজোরে ধাক্কা দেয় পিকআপটি। ঘটনার পরপরই স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাইফুরকে মৃত ঘোষণা করেন।
হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক জান্নাতুন নুর বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।
নাজিরহাট হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।
চখ/মীম