পটিয়ায় ৩৬ হাজার পিস ইয়াবা নিয়ে দুই পাচারকারী ধরা
পটিয়া উপজেলার কচুয়ায় ইউনিয়নের কমলমুন্সীর হাট এলাকা থেকে ৩৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৮ লাখ টাকা। এ সময় কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার নুরুল হোসেনের পুত্র নাছির উদ্দিন (৪৮) ও একই এলাকার নুরুল আমিনের পুত্র রাশিফুল ইসলাম রাহুলকে (১৯) গ্রেপ্তার করা হয়েছে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে কমলমুন্সীর হাটে বিশেষ অভিযানপরিচালনা করে ডিবি পুলিশের একটি দল। এ সময় কক্সবাজার থেকে ছেড়ে আসা চট্রগ্রামমুখী মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ ১৩-৪৫৬৫) থামালে পুলিশ গাড়ি থেকে ইয়াবাসহ দুইজনকে আটক করে।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে ডিবি পুলিশের উপ পরিদর্শক মাসুদ ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(গ)/৩৮/৪১ ধারায় পটিয়া থানায় মামলা করেছেন।
এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম জানিয়েছেন, পটিয়ার আরাকান সড়কে অভিযান চালিয়ে ৩৬ হাজার পিস ইয়াবা উদ্ধার ও ২ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে পটিয়া থানায় মামলা হয়েছে।
- ফখ|চখ