পাহাড়তলীতে ১ একর পাহাড়ি জায়গা দখলমুক্ত
চট্টগ্রামের উত্তর পাহারতলির উত্তর লেকসিটি, সুপারিবাগান ও ইসলামাবাদ হাউজিং সোসাইটি এলাকায় বিভিন্ন পাহাড়ে অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
শনিবার (১৮ জানুয়ারী) দুপুর ১২টা থেকে পরিবেশ অধিদপ্তর এবং আকবরশাহ থানার সহযোগিতায় এ অভিযান পরিচালনা শুরু হয়।
জানা যায়, অভিযানে ৭ টি স্থায়ী বসতি ও ছোটবড় অন্যান্য স্থাপনা সম্পূর্নরুপে উচ্ছেদ করা হয়। এতে প্রায় ১ একর পাহাড় দখলমুক্ত করা হয়। এই বসতি ও অন্যান্য স্থাপনা পাহাড় কেটে তৈরি করা হয়েছে তার সুস্পষ্ট প্রমাণ সরজমিনে পাওয়া যায়।
পরিবেশ অধিদপ্তর ,চট্টগ্রামকে এ বিষয় দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়।
উল্লেখ্য, জনস্বার্থে জেলা প্রশাসন চট্টগ্রাম জেলার পাহাড়, টিলা, নদী, খাল ইত্যাদির অবৈধ দখল উচ্ছেদে অভিযান অব্যাহত রাখবে।
চখ/মীম