chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে আলীকদমে নিহত ৩

মিরসরাইয়ের পর এবার বান্দরবানের আলীকদমে পিকআপ ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে দুইটার দিকে চকরিয়া-লামা-আলীকদম সড়কের তারাবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে

আইনশৃঙ্খলা বাহিনী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আলীকদম উপজেলায় চৈক্ষ্যং ইউনিয়নের লামা-আলীকদম সড়কের তারাবুনিয়া এলাকায় মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিকে থেকে বেপরোয়া গতিতে আসা পিকআপ ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী তিনজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন- ওই এলাকার চেয়ারম্যান পাড়ার মো. মাসুকের ছেলে মো. বেলাল (৩০), চট্টগ্রামের মনু মিস্ত্রি কলোনি এলাকার মনু মিস্ত্রির ছেলে সৈয়দ আমিন (৪৫) এবং বাজার পাড়ার মো. মিন্টুর ছেলে মো. মিনহাজ (১৮)। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ঘটনায় পুলিশ কক্সবাজার ল-১১২৩৮৮ নম্বরের ঘাতক ট্রাকটি আটক করেছে। তবে ট্রাকের চালক পালিয়ে যায়।

আলীকদম থানার ওসি মীর্জা জহির উদ্দীন জানান, ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হলেও ট্রাকের চালক পলাতক রয়েছে।

-চখ/আরএ

 

 

এই বিভাগের আরও খবর