গাজায় যুদ্ধবিরতি শুরু কাল সকাল সাড়ে ৮টায় : কাতার
রবিবার সকাল সাড়ে ৮টায় গাজা যুদ্ধবিরতি শুরু হতে চলেছে, কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি শনিবার ঘোষণা করেছেন, ইসরায়েলি সরকার তার অনুমোদনে ভোট দেওয়ার কয়েক ঘণ্টা পরে।
“আমরা বাসিন্দাদের সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিই, সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে এবং সরকারি উৎস থেকে নির্দেশনার জন্য অপেক্ষা করতে,” আনসারি যোগ করেছেন
এর আগে ইসরায়েলের সরকার গাজা যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় চুক্তি অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, দীর্ঘ আলোচনার পর নিরাপত্তা মন্ত্রিসভা এই চুক্তি অনুমোদন করে। দুজন কট্টর ডানপন্থী মন্ত্রী এতে আপত্তি জানিয়েছিলেন।
নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে বলেছে, এই চুক্তি যুদ্ধের লক্ষ্য অর্জনে সহায়ক হবে। মধ্যস্থতাকারী কাতার, যুক্তরাষ্ট্র এবং মিসর চুক্তিটি ঘোষণা করার দুই দিন পর ইসরায়েল ও হামাস চুক্তির শর্ত চূড়ান্ত করে।
প্রথম পর্যায়ে, হামাসের কাছে থাকা ৩৩ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া হবে। এর বিনিময়ে ইসরায়েল ৭৩৫ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে। এ সময় ইসরায়েলি বাহিনী গাজার ঘনবসতিপূর্ণ এলাকা থেকে সরে আসবে এবং বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা বাড়ি ফেরার সুযোগ পাবেন। প্রতিদিন শত শত ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশের অনুমতি দেওয়া হবে।
দ্বিতীয় পর্যায়ে বাকি জিম্মিদের মুক্তি, ইসরায়েলের সম্পূর্ণ সেনা প্রত্যাহার এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা হবে। তৃতীয় ধাপে গাজার পুনর্গঠন এবং জিম্মিদের দেহাবশেষ ফেরত দেওয়া হবে।
-চখ/আরএ