chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

উত্তরাঞ্চলে কমতে পারে রাতের তাপমাত্রা

১০ জানুয়ারির পর থেকে সারাদেশে ক্রমশ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ ওঠানামা করেছে। ফলে শীত অনেকটা কমে গেছে। তবে আজ থেকে সারাদেশে তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

সংস্থাটি জানিয়েছে, আজ শনিবার রংপুর ও রাজশাহী বিভাগে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। দেশের অন্যত্র তা সামান্য কমতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, আগামীকাল উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দেশের অন্যতম তাপমাত্রা কমলেও খুব বেশি শীত নামবে না।

রবিবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। এসময় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

 

মআ/চখ

এই বিভাগের আরও খবর