chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মিরসরাইয়ে ৫ নারীকে গাছে বেঁধে নির্যাতন

ছিনতাইয়ের অভিযোগ

চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাটে ছিনতাইয়ের অভিযোগে ৫ নারীকে গাছের সাথে বেঁধে মারধরের অভিযোগ উঠেছে। পরে স্থানীয় জনতা তাদের পুলিশে সোপর্দ করেছে। এ ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে বারইয়ারহাট পৌরসভার মিয়াজি মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলো টাঙ্গাইল জেলার নাগরপুর থানার আব্দুল মালেকের স্ত্রী শারমিন বেগম (২৪), আব্দুল্লাহ মন্ডলের স্ত্রী পারভীন বেগম (২২), মিনারুল মিয়ার স্ত্রী শিল্পী বেগম (২৬), রফিকুল ব্যাপারীর স্ত্রী মৌসুমি আক্তার (২২) ও জেলার ভুয়াপুর থানার মো. সুমনের স্ত্রী সুমি বেগম (১৯)।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরের বারইয়ারহাট পৌরসভার মিয়াজীর মার্কেটের সামনে স্থানীয়রা তাদের ছিনতাইয়ের সময় হাতেনাতে আটক করে গাছের সাথে বেঁধে রাখে। পরে তাদের জোরারগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। তাদের স্থানীয়দের জিজ্ঞাসাবাদে বিভিন্ন দোকানে সংঘবদ্ধভাবে চুরির কথা স্বীকার করে বলে স্থানীয়দের ভাষ্যমতে জানা যায়।

যোগাযোগ করা হলে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার বলেন, বারইয়ারহাট পৌর এলাকায় টাক চুরি করার সময় ৫ নারী ছিনতাইকারীকে স্থানীয়রা আটক করে থানায় সোপর্দ করেছে। এই ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এখন তারা থানা হেফাজতে আছেন।

  • ফখ|চখ
এই বিভাগের আরও খবর