chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সিলেট পর্ব শেষে নিজ শহরে এলো চিটাগং কিংস

বাংলাদেশ প্রিমিয়ার লিগে(বিপিএল) হ্যাট্রিক জয়ে রীতিমতো উড়ছে চিটাগং কিংস। ঢাকা ও সিলেট পর্ব সফলভাবে শেষ করে চট্টগ্রাম পর্বে অংশ নিতে নিজ শহরে ফিরেছে চিটাগং কিংস। মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেল ৩টার দিকে শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছেন তারা।

বিমানবন্দর থেকে বের হওয়ার সময় সমর্থকরা তাদের ফুলের মালা দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান।

চট্টগ্রাম কিংসের মালিক সামির কাদের চৌধুরী চট্টগ্রাম পর্বেও ভালো খেলার প্রত্যাশা জানিয়ে গণমাধ্যমে বলেন, ‘ঢাকার শুরুটা ভালো করার পর সিলেটেও দুইটি ম্যাচ জিতেছি। আশা করছি ইনশাল্লাহ আমাদের চট্টগ্রামেও ভালো একটি ভাল রেজাল্ট উপহার দিবে খেলোয়াড়রা।’

চট্টগ্রামের মানুষ চিটাগং কিংসের সঙ্গে থাকবেন জানিয়ে তিনি আরও বলেন, ‘আমি এটা করি চট্টগ্রামের মানুষের জন্য, বাকিটা আমি তাদের হাতেই ছেড়ে দিচ্ছি। তবে আমি চট্টগ্রামের মানুষের ইজ্জত রাখবো ইনশাল্লাহ।

এসশে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডাঃ শাহদাদ হোসেন।

পরে বিমান বন্দর থেকে খেলোয়াড়দের মোটর শোভাযাত্রার মাধ্যমে নগরের র‌্যাডিসন ব্লুতে নিয়ে যাওয়া হয়।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খুলনা টাইগার্সের বিপক্ষে মাঠে নামবে চট্টগ্রাম কিংস। চলবে ২৩ জানুয়ারি পর্যন্ত। এ সময় মোট ১২টি ম্যাচ হবে। চট্টগ্রাম পর্বে অংশ নেওয়ার জন্য ইতোমধ্যে সব দল বন্দরনগরীতে অবস্থান করছে।

অন্যদিকে হার দিয়ে বিপিএল শুরুর পর টানা তিন জয় পেয়েছে চট্টগ্রাম কিংস। সর্বশেষ সিলেটে নিজেদের চতুর্থ ম্যাচে স্বাগতিক সিলেটকে ৩০ রানে হারিয়েছে চট্টগ্রাম। ফলে ৪ ম্যাচে ৩ জয় ও ১ হারে ৬ পয়েন্ট সংগ্রহ চট্টগ্রাম কিংসের।

চখ/ককন

এই বিভাগের আরও খবর