বিয়ে করেছেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ নীলা
ফেসবুক ইনফ্লুয়েন্সার থেকে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৩‘ সুন্দরী প্রতিযোগিতার মুকুট জিতেছে শাম্মী ইসলাম নীলা। পাশাপাশি মডেলিংয়েও সক্রিয় রয়েছেন তিনি।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ছবি শেয়ার করেন শাম্মী ইসলাম নীলা। যেখানে দেখা যায়, বিয়ের সাজে ভক্ত-অনুরাগীদের মাঝে ধরা দিয়েছেন।
বিয়ের বিষয়টি নিশ্চিত করে শাম্মী ইসলাম নীলা ক্যাপশনে লিখেছেন, ‘এটা সহজ ছিল না তবে আমরা সহজ করেছি এবং বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছে।’ শেয়ার করা ছবিতে দেখা যায়, বিয়ের সাজে নীলা পরেছেন লেহেঙ্গা ও বর শেরওয়ানি।
এদিকে শেয়ার করা ছবিতে আরও দেখা যায়, এ দম্পতি একে অপরের দিকে তাকিয়ে বেশ হাসিখুশি মেজাজে ধরা দিয়েছেন। মেহেদি হাতে চোখ ডেকে রেখে ফটোশুট করেছেন শাম্মী। তার হাতে চুরি, গলায় নেকলেসের ভক্ত অনুরাগীরা বেশ প্রশংসা করেছে।
কমেন্ট বক্সে একজন নেটিজেন লিখেছেন, ‘মাশা-আল্লাহ পুতুলের মতো লাগছে, অনেক অনেক অভিনন্দন আপু।’ আরেকজনের ভাষ্য, ‘ওয়াও অসাধারণ লাগছে দুজনকে। অনেক অনেক শুভকামনা রইলো আপু।’
চখ/মীম