প্রাক্তনকে বুকে টেনে নিয়ে সৃজিতের সেলফি
কলকাতার স্বনামধন্য টলিউড নির্মাতা সৃজিত মুখার্জী। চার বছর আগে ভালোবেসে বিয়ে করে সংসার পাতেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে নিয়ে। বিয়ের পরই একমাত্র মেয়ে আইরাকে নিয়ে কলকাতায় থাকেন মিথিলা। কিন্তু সেসব এখন অতীত। এখন আর সৃজিতের সঙ্গে এক ছাদের নিচে থাকেন না মিথিলা। এমনকি কলকাতায়ও খুব একটা যান না তিনি। আজকাল মিথিলার সঙ্গে নির্মাতার টানপোড়নের জোর গুঞ্জন শোনা যাচ্ছে।
শোনা যায় তাদের নিয়ে বিচ্ছেদ চর্চাও। যদিও এ বিষয়গুলোকে শুধু গুঞ্জন বলেই উড়িয়েছেন তারা। কিন্তু সৃজিতের সাম্প্রতিক এক ইনস্টাগ্রাম পোস্ট ইঙ্গিত দিল অন্য কিছুর।
সেই পোস্টে টলিউড অভিনেত্রী ঋতাভরীকে নিয়ে একটি সেলফি ছবি তুলেন সৃজিত। বলে রাখা ভালো, একটা সময়ে অভিনেত্রী ঋতাভরীর সঙ্গে সৃজিতের প্রেম নিয়ে চলেছে জোর জল্পনা। আবার ঋতাভরীর গেল জন্মদিনের পার্টিতেও সৃজিতের উপস্থিতি ছিল উজ্জ্বল। কেক খাওয়ানো থেকে দুজনের একসঙ্গে ছবি তোলা- বাদ যায়নি কিছুই।
এগুলোর সবকিছুই নাকি হয়েছে মিথিলার সঙ্গে দূরত্ব বাড়তেই। এরই মাঝে ঋতাভরীকে নিয়ে ইঙ্গিতপূর্ণ এক পোস্টে নতুন চর্চা শুরু। সেই ছবিতে দেখা যায়, সৃজিতের বুকে মাথা রেখেছেন ঋতাভরী, আর তার সঙ্গে নিজেকে ক্যামেরাবন্দি করেছেন পরিচালক। শুধু কি তাই? পোস্টের ক্যাপশনে সাহিত্যিক ভাষায় সৃজিত লেখেন, ‘জমাখরচ হিসেব-নিকেশ, কোথায় শুরু, কোথায় বা শেষ, কেমন আছো? অনেক বছর পেরিয়ে এলাম, হঠাৎ তোমার দেখা পেলাম, কেমন আছো?’
কিন্তু এখন প্রশ্ন, হঠাৎ ‘প্রাক্তন’ ঋতাভরীকে নিয় কেন এই পোস্ট করলেন সৃজিত! কোন জমাখরচ, হিসেব-নিকেশের কি কথা বলতে চাইলেন তিনি! বিষয়টি নিয়ে ধোঁয়াশার মধ্যে আছেন তাদের অনুরাগীরা; যদিও কারণ স্পষ্ট নয়। টলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে, এবার সৃজিতের ঘরণী হতে চলেছেন ঋতাভরী।
চখ/মীম