chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মিরসরাইয়ে যুবদলের আহ্বায়কসহ গ্রেপ্তার ৪

যুবদলকর্মী মুন্না হত্যা

মিরসরাইয়ে যুবদলকর্মী জাহেদ হোসেন মুন্না (২০) নিহতের ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৩ জানুয়ারি) রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তররা হলেন— মিরসরাই পৌরসভা যুবদলের আহ্বায়ক কামরুল হাসান (৩৭), মো. নাজমুস সাকিব মারুফ (২২), মো. শাহ আলম (৪৭) ও মো. আরমান (২৬)।

এর আগে, সোমবার রাত ১০টার দিকে মিরসরাই স্টেডিয়ামে বাণিজ্য মেলায় আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের হামলায় যুবদলকর্মী জাহেদ হোসেন মুন্না নিহত হন। গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বেশ কয়েকজন। এ ঘটনায় নিহতের পরিবার বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন।

এদিকে, ঘটনার পর থেকে মিরসরাই স্টেডিয়ামে বাণিজ্য মেলার পরিস্থিতি থমথমে অবস্থায় রয়েছে। বন্ধ রয়েছে মেলার ভেতরের সব দোকান-পাট।

জানা গেছে, সোমবার সন্ধ্যার পর মিরসরাই স্টেডিয়ামে বাণিজ্যমেলায় পৌরসভা বিএনপির সদস্য সচিব জাহিদ হুসাইনের অনুসারীদের সঙ্গে পৌরসভা যুবদলের আহ্বায়ক কামরুল হাসানের অনুসারীদের কথা কাটাকাটি হয়। পরবর্তীতে মেলা প্রাঙ্গণ থেকে বের হয়ে রাত ১০টার দিকে কামরুলের অনুসারিরা জাহিদ হুসাইনের বাড়ি এবং তার অনুসারীদের ওপর হামলা চালায়। এতে যুবদলকর্মী জাহেদ হোসেন মুন্না নিহত হয়।

মিরসরাই থানার ওসি আতিকুর রহমান জানান, নিহতের ঘটনায় ১১ জনের নামে হত্যা মামলা হয়েছে। হত্যার মূল পরিকল্পনাকারী ও নির্দেশদাতা মিরসরাই পৌরসভা যুবদলের আহ্বায়ক কামরুল হাসানসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। আজ (মঙ্গলবার) তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

-চখ/আরএ

এই বিভাগের আরও খবর