chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বোয়ালখালীতে আগুনে পুড়ল মাটির ৩ বসতঘর

চট্টগ্রামের বোয়ালখালীতে আগুনে পুড়ে গেছে দোতলা বিশিষ্ট তিন মাটির বসতঘর।

সোমবার (১৩ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কঞ্জুরী এলাকার আরতি মাস্টারের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে বোয়ালখালী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ ফিরোজ খান বলেন, ঘরে পূজার আসনে জ্বালানো মোমবাতি থেকে আগুনের সূত্রপাত হয়ে বিপ্লব চৌধুরী, গোপাল চৌধুরী ও শিবু মজুমদারের ঘর পুড়ে গেছে। এতে ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

 

চখ/মীম

 

এই বিভাগের আরও খবর