chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সম্পর্কে বিদ্বেষ কোনো পক্ষের জন্যই ভালো নয়: ভারতীয় সেনাপ্রধান

আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই ভারতের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন চলছে। সম্প্রতি সীমান্তে কাটাতারের বেড়া নির্মাণ নিয়ে সেই টানাপোড়েন আরও গভীর হয়েছে। এ বিষয়ে ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী মনে করেন, সম্পর্কে বিদ্বেষ কোনো পক্ষের জন্যই ভালো ফল আনবে না।

তিনি বলেছেন, কোনো ধরনের শত্রুতা দেশের স্বার্থের অনুকূল নয়। বাংলাদেশ কৌশলগতভাবে ভারতের জন্য গুরুত্বপূর্ণ। একইসঙ্গে তিনি বাংলাদেশের সেনাপ্রধানের বক্তব্য মনে করিয়ে বলেন, তিনি (জেনারেল ওয়াকার-উজ-জামান) বলেছেন— ‘কৌশলগত কারণে ভারত আমাদের জন্য গুরুত্বপূর্ণ’। সোমবার (১৩ জানুয়ারি) দিল্লিতে ভারতীয় সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন, আমরা প্রতিবেশী— আমাদের একসঙ্গে থাকতে হবে এবং একে অপরকে বুঝতে হবে। কোনো ধরনের শত্রুতা একে অপরের স্বার্থে ভালো নয়। আমি বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের সঙ্গে যোগাযোগ রাখছি।

দুই দেশের সেনাবাহিনীর মধ্যে কোনো ‘সমস্যা নেই’ উল্লেখ করে তিনি বলেন, ‘সেনাবাহিনীর সঙ্গে সম্পর্ক চমৎকার ও নিখুঁত। পরিবর্তনের সময় (আওয়ামী লীগ সরকারের পতন) থেকেই আমি বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। এমনকি গত ২৪ নভেম্বর ভিডিও কনফারেন্সেও আমাদের কথা হয়েছে।

সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন, ‘যৌথ সামরিক মহড়া যা চলছে, আপাতত পরিস্থিতির কারণে কিছু সময়ের জন্য স্থগিত রেখেছি। পরিস্থিতির উন্নতি হলে এই মহড়াও চালানো হবে।’

  • ফখ|চখ
এই বিভাগের আরও খবর