chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বাঁশখালীতে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় আদিবা নামে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন শীলকূপ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রাশেদ নুরী।

সোমবার (১৩ জানুয়ারী) বেলা ১ টার দিকে উপজেলার শীলকূপ ইউনিয়নের মাইজপাড়া ৬ নম্বর ওয়ার্ড এলাকার কাদিরা বাপের বাড়ী সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।

ঘটনার পর শিশু আদিবা কে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শিশু আদিবা উপজেলার চাম্বল ইউনিয়নের পূর্ব-চাম্বল ৯ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ মিজানের কন্যা।

ঘটনার বিষয়ে প্যানেল চেয়ারম্যান রাশেদ নুরী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, ‘শিশু আদিবা চাম্বল ইউনিয়ন থেকে তার নানার বাড়ি শীলকূপে বেড়াতে আসেন। দুপুরে তার ভাইসহ অন্যান্য শিশুরা সড়কের পাশে থাকা অটোরিকশায় বসে খেলছে। রিকশা চালক গাড়ীটি চাবিসহ রেখে পাশের দোকানে বসেন।

এ সময় শিশু আদিবার বড় ভাই (প্রতিবন্ধি) গাড়ীর চাবিতে হাত দিলে গাড়ীটি অটো চালু হয়ে যায়। তখন পাশে থাকা আদিবার শরীরে ধাক্কা লাগলে গাড়ীসহ শিশুটি নালায় পড়ে যায়। এতে তাঁর ঘাড়ের শিরা ছিঁড়ে যায়। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু আদিবাকে মৃত ঘোষণা করেন।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছান। নিহত শিশুর পরিবার থেকে এ ঘটনায় এখনো কোনো অভিযোগ দায়ের করা হয়নি।’

জেএফআই/চখ

এই বিভাগের আরও খবর