chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মধ্যরাত থেকে ভোর পর্যন্ত এটিএম সেবা বন্ধ!

ডেস্ক নিউজঃ মধ্যরাত থেকে ভোর পর্যন্ত এটিএম সেবা বন্ধ থাকেবে। সম্প্রতি এমন উদ্যোগ নিয়েছে অনেক ব্যাংক।  এছাড়া আন্তর্জাতিক ডেবিট ও ক্রেডিট কার্ডের লেনদেন তদারকি জোরদার করাসহ সব পর্যায়ে সতর্কতা বাড়ানো হয়েছে।

সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংক থেকে চিঠি দিয়ে বিষয়টি জানানো হয়।

চিঠি পাওয়ার পর ব্যাংকগুলো রাতের একটি নির্দিষ্ট সময়ে এটিএম সেবা বন্ধ উদ্যোগ নেয়।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, দেশে কার্যরত ব্যাংকগুলোর মধ্যে ৫২টি ব্যাংকের এটিএম সেবা রয়েছে। এসব ব্যাংকের মোট এটিএম বুথ রয়েছে ১০ হাজার ৯৬১টি। আর ৫১টি ব্যাংকের পয়েন্ট অব সেলস বা পস রয়েছে ৬০ হাজার ৪৭৪টি। গত জুন পর্যন্ত ব্যাংকগুলোর ইস্যুকৃত মোট কার্ড রয়েছে ২ কোটি ১৯ লাখ। এর মধ্যে ডেবিট কার্ডের সংখ্যা এক কোটি ৯৭ লাখ। আর ক্রেডিট কার্ড প্রায় ১৬ লাখ। বাকি ৬ লাখের মতো রয়েছে প্রিপেইড কার্ড। এর মধ্যে কার্ডভিত্তিক সেবায় সব চেয়ে এগিয়ে থাকা ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথ রয়েছে চার হাজার ৮০০টি এবং এক হাজার ১৬৪টি রয়েছে ফাস্ট ট্রাক।

নচ/চখ

এই বিভাগের আরও খবর