chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কক্সবাজারে অস্ত্র-গোলাবারুদসহ গ্রেপ্তার ৩

কক্সবাজারে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ নিয়ে আবদুল খালেকসহ (২৯) দু’অস্ত্রব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রবিবার (৮ ডিসেম্বর) সদর উপজেলার দক্ষিণ ডিকপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। কক্সবাজার র‌্যাব-১৫ ব্যাটালিয়নের আইন ও গণম‍াধ্যম শাখার জ্যেষ্ঠ সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার মো: কামরুজ্জামান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন – আব্দুল খালেক কক্সবাজার শহরের এসএম পাড়ার লোকমান হাকিমের ছেলে। মো: আব্দুল্লাহ আল নোমান (২৫) মহেশখালী উপজেলার বড় মহেশখালীর দেবাঙ্গাপাড়ার রশিদ মিয়ার ছেলে ও ছুরুত আলম (৫৭) সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের দক্ষিণ ডিকপাড়ার অছিউর রহমানের ছেলে ।

মো: কামরুজ্জামান জানান, ‘কক্সবাজার র‌্যাবের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের দক্ষিণ ডিকপাড়া এলাকায় মাদককারবারি অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে রবিবার ডিকপাড়া এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬টি দেশীয় তৈরি এলজি পিস্তল ও ৭০ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে।’

গ্রেফতার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর এই কর্মকর্তা জানান, ‘তারা অবৈধ অস্ত্র মহেশখালী থেকে এনে কক্সবাজারের বিভিন্ন স্থানে মজুদ করে রোহিঙ্গা ক্যাম্পে বিক্রি করত। গ্রেপ্তার ব্যক্তিরা চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী, মাদককারবারী ও অস্ত্রকারবারী চক্রের সদস্য।

গ্রেপ্তার খালেকের নামে কক্সবাজার সদর মডেল থানায় অস্ত্র, মাদক, নারী ও শিশু নির্যাতন দমন আইন ও ডাকাতির প্রস্তুতিসহ মোট ৮টি মামলা রয়েছে। তার সহযোগী নোমানের বিরুদ্ধে মহেশখালী থানায় অস্ত্র, মাদক, মারামারি ও ডাকাতির প্রস্তুতিসহ মোট ৭টি মামলা রয়েছে এবং ছুরুত আলমের নামে কক্সবাজার সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা আছে বলে জানান তিনি।

অতিরিক্ত পুলিশ সুপার মো: কারুজ্জামান জানান, ‘এ বিষয়ে সদর মডেল থানায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।’

তাসু/চখ

এই বিভাগের আরও খবর