chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ছাত্র অধিকার পরিষদের আংশিক কমিটি ঘোষণা

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ১১৪ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার (৮ ডিসেম্বর) বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা ও সাধারণ সম্পাদক নাজমুল হাসান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।

এতে ২৪ জনকে সহ-সভাপতি, ২৩ জনকে যুগ্ম সাধারণ সম্পাদক, ১০ জনকে সাংগঠনিক সম্পাদক (সাংগঠনিক বিভাগভিত্তিক), ৩২ জনকে সম্পাদকীয় পদে, ১৭ জনকে সহ-সম্পাদকীয় পদে, ৮ জনকে সদস্য করা হয়।

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণের জন্য জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি সংরক্ষণ ও গবেষণা বিষয়ক সম্পাদক পদে একজনকে পদায়ন করা হয়েছে।

এর গত ১৩ সেপ্টেম্বর রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ছাত্র অধিকার পরিষদের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়ে। সেখানে কাউন্সিলরদের ভোটে সভাপতি নির্বাচিত হয় বিন ইয়ামিন মোল্লা, সাধারণ সম্পাদক নির্বাচিত হয় নাজমুল হাসান।

২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেয় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। পরে নাম সংক্ষিপ্ত করে রাখা হয় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। ২০১৯ সালে ডাকসু নির্বাচনে ছাত্র অধিকার পরিষদের প্যানেল ভিপি নির্বাচিত হন নুরুল হক নুর। বিগত বছরগুলোতে শিক্ষার্থীদের যৌক্তিক দাবিতে সোচ্চার ছিল সংগঠনটি একইসঙ্গে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ছাত্র সংগঠনটি।

 

মআ/চখ

এই বিভাগের আরও খবর