সিএমপির কমিউনিটি পুলিশ রূপ নিলো সিটিজেনস ফোরামে
চট্টগ্রাম মহানগরে কমিউনিটি পুলিশিং এর ব্যাপকতা বৃদ্ধি করে পুলিশের সেবাকে আরও উন্নত ও শক্তিশালী করার লক্ষ্যে ‘সিটিজেনস্ ফোরাম’ নামে একটি সংগঠন যাত্রা শুরু করেছে।
রবিবার (৮ ডিসেম্বর) বেলা ৩ টায় নগরের দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সংগঠনটির নবগঠিত কমিটির উদ্বোধন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজ ।
উদ্বোধনী বক্তব্যে সিএমপি কমিশনার বলেন, সিটিজেনস্ ফোরাম কমিউনিটি পুলিশের নতুন রূপ। বরং কমিউনিটি পুলিশিং ব্যবস্থা থেকে এর ব্যাপ্তি আরও বেশি। সিটিজেনস্ ফোরামের সদস্যগণ নিজেদের মধ্যে আলোচনা করে কীভাবে পুলিশি সেবার উন্নতি করা যায়, কোথায় কোথায় উন্নতি করা যায়, কী কী সেবা দেওয়া যায়, কোন কোন নতুন সেবা দেওয়া যায় তা ঠিক করবেন। সমাজে যাদের দাঁড়ানোর জায়গা নেই এই ফোরামের সদস্যরা তাদের পাশে দাঁড়াবেন।
এটি একটি অরাজনৈতিক সংগঠন উল্লেখ করে তিনি বলেন, এই ফোরামে দল-মত নির্বিশেষে সমাজের সব শ্রেণি-পেশা, ধর্ম-বর্ণের প্রতিনিধিত্ব থাকবে।
পরবর্তীতে মহানগরের ১৬টি থানা কমিটি ও মহানগর কমিটির নেতৃবৃন্দরা সিএমপির নতুন এ উদ্যোগেকে স্বাগত জানিয়ে তাদের কর্মপন্থা তুলে ধরেন।
সিএমপির উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মোঃ রইছ উদ্দিন গঠিত কমিটিসমূহের ফোকাল পয়েন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়েছে।
এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মোঃ হুমায়ুন কবির, উপ-পুলিশ কমিশনার (সদর) এস এম মোস্তাইন হোসেন, সিটজেনস্ ফোরাম চট্টগ্রাম মহানগর কমিটির আহ্বায়ক জনাব মোহাম্মদ মশিউল আলম স্বপন ও সদস্য সচিব ডা. আবু নাছেরসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এছাড়া উপস্থিত ছিলেন সিটিজেনস্ ফোরাম চট্টগ্রাম মহানগর ও বিভিন্ন থানা কমিটির নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যবৃন্দ, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশা ও ধর্ম-বর্ণের প্রতিনিধিবৃন্দ।