chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চকরিয়ায় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন শুরু

কক্সবাজারের চকরিয়া উপজেলায় তৃতীয়বারের মতো আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন শুরু হয়েছে। রবিবার (৮ ডিসেম্বর) বিকাল ৩টা থেকে চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে এই সম্মেলন শুরু হয়।

সম্মেলননে সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন চকরিয়া আমজাদিয়া রফিকুল উলুম ফাজিল মাদ্রাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আ.ক.ম.ছাদেকুর রহমান।

আন্তর্জাতিক এই ক্বিরাত সম্মেলনে বাংলাদেশসহ ছয়টি দেশের খ্যাতিমান ক্বারিরা অংশ নেবেন।সম্মেলনে প্রধান অতিথি থাকবেন হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটির চেয়ারম্যান আব্দুলাহ আল-ফারুখ, বাংলাদেশের শাইখুল কুরার ক্বারি শাইখ আহমদ বিন ইউসুফ আল আযহারী, মিশরের ক্বারি ইয়াসমির শারকাওয়ী, ইরানের ক্বারি হামীদ রেজা আহমদী ওয়াফা কূর্দিস্তান, ইরাকের ক্বারি ড. কোচার ওমর, পাকিস্তানের ক্বারি মোহাম্মদ আনোয়ার নাফীসী, মরক্কোর ক্বারি ইলিয়ান আল-মিহয়াউঈ ও চট্টগ্রামের ক্বারি হিজবুল্লাহ আল মুজাহিদ।

ইতিমধ্যে তারা ক্বিরাত সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য ঢাকা থেকে বিমানযোগে কক্সবাজার এসে পৌঁছেছেন।

চখ/ককন

 

এই বিভাগের আরও খবর