chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ভারতীয় মিডিয়াসহ সব ‘গুজববাজ’ কে বাংলাদেশে আমন্ত্রণ প্রেস সচিবের

ভারতীয় মিডিয়াসহ বাংলাদেশ নিয়ে গুজব ছড়ানো সকলকে ‘গুজববাজ’ আখ্যা দিয়ে সত্যতা যাচাইয়ে বাংলাদেশে ঘুরে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

রবিবার (৮ ডিসেম্বর) সকালে ‘নতুন বাংলাদেশ : অর্জন, চ্যালেঞ্জ এবং উত্তরণ’ শীর্ষক এক আলোচনায় সভায় তিনি এ আমন্ত্রণ জানান ।

প্রেস সচিব বলেন, বাংলাদেশ আফগানিস্তান হয়ে যাচ্ছে বলে অনেকেই প্রোপাগান্ডা চালাচ্ছে। তাদের এ দেশের মানুষের সাথে কথা বলে বিভ্রান্তি দূর করা উচিত।

গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে অন্তর্বর্তী সরকার কাজ করছে জানিয়ে শফিকুল আলম বলেন, ৩১ ডিসেম্বরের মধ্যে সংস্কার কমিশন প্রস্তাবনা জমা দেবে, যা নিয়ে রাজনৈতিক দলসহ সবার সঙ্গে আলোচনা করা হবে। সংস্কার শেষেই নির্বাচন হবে।

অর্থনৈতিক অবস্থা, ব্যাংকিং ব্যবস্থা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সরকার সঠিক মানুষের হাতে সঠিক দায়িত্ব তুলে দেওয়ার কাজ করছে

 

জেএফআই/চখ

এই বিভাগের আরও খবর