chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চিন্ময়সহ ১৬৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন

ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর অনুসারীদের সঙ্গে চট্টগ্রাম আদালতে পুলিশের সংঘর্ষের ঘটনায় এনামুল হক নামের এক ব্যবসায়ী মামলার আবেদন করেছেন। মামলায় চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীকে প্রধান আসামি করে ১৬৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪শ থেকে ৫শ জনকে আসামি করা হয়েছে।

রোববার সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আবু বকর সিদ্দিকের আদালতে মামলার আবেদন করা হয়। বাদি নিজেকে হেফাজতে ইসলাম বাংলাদেশের কর্মী দাবি করেছেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশের জন্য অপেক্ষমান রেখেছেন।

মামলার আবেদনে বাদী উল্লেখ করেন, ২৬ নভেম্বর তিনি জমি রেজিস্ট্রির কাজে তিনি আদালতে যান। সেখান থেকে বাসায় ফেরার পথে চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর অনুসারীরা ‘একটা দুইটা মুসলিম ধর, ধরে ধরে জবাই কর’ বলে স্লোগান দিচ্ছিলেন। বাদীর পরনে পাঞ্জাবি এবং টুপি থাকায় ‘মোল্লাকে জবাই কর’ বলে তার ওপর হামলা করে বিক্ষোভকারীরা। হামলায় তিনি তার ডান হাতে আঘাতপ্রাপ্ত হন এবং মাথায় কিরিচ দিয়ে কোপ দেওয়া হয়। এরপর আশপাশের লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. শামসুল আলম বলেন, আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে শুনানির জন্য অপেক্ষমান রেখেছেন।’

উল্লেখ্য, গত ২৫ নভেম্বর চট্টগ্রামে ফেরার পথে শাহজালাল বিমানবন্দর থেকে বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ ব্রক্ষ্মচারীকে আটক করে। ওই দিন কোতোয়ালী থানায় হওয়া একটি রাষ্ট্রদ্রোহ মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। পরে আদালত তার জামিন নামঞ্জুর করেন। তাকে কারাগারে পাঠানোর জন্য প্রিজন ভ্যানে তোলা হলে চিম্ময়ের অনুসারীরা পুলিশের উপর হামলা করে। আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে খুন করে। এ ঘটনায় মোট ৫টি মামলা হয়েছে।

  • ফখ/চখ
এই বিভাগের আরও খবর