পাহাড়তলীতে চোলাই মদসহ গ্রেপ্তার ৫
পাহাড়তলী ১১নং দক্ষিণ কাট্টলীস্থ জেলেপাড়ায় অভিযান চালিয়ে পুলিশ চোলাই মদ ও নগদ টাকাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। গত ৭ ডিসেম্বর এ অভিযান পরিচালনা করা হয়।
দক্ষিণ কাট্টলীস্থ জেলেপাড়ায় দ্বীপের কলোনিতে শনিবার বেলা ১১টা ২০ মিনিটের সময় পুলিশ অভিযান চালায়। অভিযানে জনৈক শহীদুল ইসলাম মালিকানাধীন বাসা থেকে সুভাষ দাশ (৩৬), কালী চরণ দাশ (৫০), মো. নাছির (২৬), আল-আমিন (২৪), ও ব্রজ গোপাল দাশকে (৪০) গ্রেপ্তার করা হয়।
এসময় তাদের কাছ থেকে ৪০ লিটার দেশীয় চোলাই মদ ও মাদক বিক্রয়ের নগদ ১ হাজার ৬২০ টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করে, তারা অবৈধ দেশীয় চোলাই নিজ হেফাজতে রেখে ক্রয় বিক্রয় করছিল।
আসামিদের বিরুদ্ধে পাহাড়তলী থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আজ মামলা দায়ের (মামলা নং-৬) পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
-চখ/আরএ