chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করেছেন চট্টগ্রামের বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর অনুপম সেন।

একইসাথে উপ–উপাচার্য প্রফেসর কাজী শামীম সুলতানা, কোষাধ্যক্ষ প্রফেসর তৌফিক সাঈদ, প্রক্টর আহমেদ রাজীব চৌধুরী এবং ছাত্রকল্যাণ ও এইচআর পরিচালক খুরশিদুর রহমানও পদত্যাগ করেছেন।

শুক্রবার (৬ ডিসেম্বর) রাতে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির।

তিনি বলেন, উপাচার্য অনুপম সেন বার্ধক্যজনিত কারণ দেখিয়ে পদত্যাগপত্র দিয়েছেন। এছাড়া ব্যক্তিগত কারণ দেখিয়ে উপ-উপাচার্য ও ট্রেজারার পদত্যাগ করেছেন৷

জানা গেছে, এর আগে গত দুইদিন উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থীরা। এ নিয়ে বুধবার থেকে তিনটি ক্যাম্পাসে তালা দিয়ে কমপ্লিট শাটডাউন ঘোষণা করে শিক্ষার্থীরা৷

প্রসঙ্গত, ড. অনুপম সেন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য। তিনি আওয়ামী লীগের দলীয় ক্ষমতা ব্যবহার করে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়কে কুক্ষিগত করে রাখছিলেন।  তিনি সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের ঘনিষ্ট লোক বলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন অনিয়মে লিপ্ত ছিলেন।

জানা গেছে, ৫ আগস্টের পর থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তার পদত্যাগের ব্যাপারে আন্দোলন করে আসছিল। তবে বিএনপির একজন প্রভাবশালী নেতার ছত্রছায়ায় তিনি ঐ পদে আসীন ছিলেন তিনি। পরে বৈষম্যবিরোধী ছাত্রদের তোপের মুখে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগে বাধ্য হন তিনি।

◑™ফখ|চখ-আরএ

এই বিভাগের আরও খবর