chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মিরসরাইয়ে মহাসড়ক পরিচ্ছন্ন অভিযানে বিডি ক্লিন টিম

চট্টগ্রামের মিরসরাইয়ে মহাসড়কের পাশে জমে থাকা জঞ্জাল পরিষ্কার করলো বিডি ক্লিন মিরসরাই উপজেলা টিম৷ শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পৌরসভার উষা ডেভেলপার মাঠ সংলগ্ন এলাকায় পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেন ৷

স্থানীয়রা জানায়, মহাসড়কের পাশে ফুটপাত দখল করে নিয়েছে আগাছা আর লতাপাতার জঞ্জাল৷ এছাড়া সড়কের পাশ দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থী, পথচারী, নারী পুরুষের চলাচলে ভোগান্তির পোহাতে হতো। স্থানীয় সিনিয়র সাংবাদিক নুরুল আলম ফেসবুকে এই ভোগান্তির বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিলে বিষয়টি নজরে আসে বিডি ক্লিন মিরসরাই উপজেলা টিমের সদস্যদের৷ সে তথ্য জানতে পেরে বিডি ক্লিন মিরসরাই উপজেলা টিমের সদস্যরা জায়গাটিতে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালায়।

বিডি ক্লিন মিরসরাই উপজেলা টিমের সদস্য মোহাম্মদ আইয়ুব বলেন, ‘পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার জন্য নিরলস কাজ করে যাচ্ছে বিডি ক্লিন৷ নিঃস্বার্থভাবে বিডিক্লিনের স্বেচ্ছাসেবী সদস্যরা কাজ করে যাচ্ছেন সর্বত্র৷ ঢাক-চট্টগ্রাম মহাসড়কের  পাশে ফুটপাতে জমে থাকা জঞ্জালে পথচারীরা খুব ঝুঁকি নিয়ে চলাচল করতো৷ আমরা তথ্যটি জানতে পারে এখানে পরিচ্ছন্নতা অভিযান চালাই৷ এখন এটি পথচারীদের চলাচলে বেশ উপযোগী হয়ে উঠেছে।’

চখ/ককন

এই বিভাগের আরও খবর