chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কর্ণফুলীতে স্ত্রীর ওড়নায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

চট্টগ্রামের কর্ণফুলীতে স্ত্রীর ওড়নায় ফাঁস দিয়ে মোঃ দেলোয়ার হোসেন (২৮) নামের এক  যুবক আত্মহত্যাকরেছে। শুক্রবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার চরলক্ষ্যার ৪নং ওয়ার্ড তাজু মুল্লুকের বাড়িতে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন।

নিহত মোঃ দেলোয়ার হোসেন চরলক্ষ্যা ৪নং ওয়ার্ডের তাজু মুল্লুকের বাড়ির আব্দুল মালেকের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বসতঘরের আড়ালে ওড়না পিছিয়ে গলায় ফাঁস দেন তিনি। ঝুলন্ত অবস্থায় তার স্ত্রী এবং বড় ভাই দেখতে পেলে তাকে সেখান থেকে নামিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। মৃত্যু নিশ্চিত কিনা তা জানতে কর্ণফুলী থানাধীন কলেজ বাজার কমিউনিটি ক্লিনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মৃতদেহ বাড়িতে নিয়ে আসা হয়।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, ঘটনার খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। তবে ঠিক কী কারণে তিনি আত্মহত্যা করলেন তা এখনো জানা যায়নি। এ ব্যপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চখ/ককন

এই বিভাগের আরও খবর