খাগড়াছড়িতে বাসায় ঢুকে নারীকে হত্যা, আটক ১
খাগড়াছড়ির অপর্ণা চৌধুরী পাড়ায় ঘরে ঢুকে চুমকি রানী দাশকে (৫০) হত্যার ঘটনায় সন্দেহজনক মো. রাসেল (২২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুরে তাকে আটক করা হয়।
আটক মো. রাসেল নিহত চুমকি রানীর প্রতিবেশী। তিনি পেশায় সিএনজি চালক।
একটি সূত্রে জানা যায়, হত্যাকাণ্ডের আগে চুমকি রানীর সঙ্গে রাসেলকে কথা বলতে দেখেছেন তার ছেলে।
খাগড়াছড়ি সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, রাসেলকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ঘটনার সঙ্গে সম্পৃক্ততা পাওয়া গেলে তাকে আদালতে প্রেরণ করা হবে।
প্রসঙ্গত, গতকাল (৫ ডিসেম্বর) সন্ধ্যায় খাগড়াছড়ি শহরের অপর্ণা চৌধুরী পাড়ায় নিজ বাড়িতে হত্যাকাণ্ডের শিকার হন চুমকি রানী দাশ। এ ঘটনায় নিহতের স্বামী তপন কান্তি দাশ বাদী হয়ে খাগড়াছড়ি সদর থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
চখ/ককন