মিরসরাইয়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৫ পরিবারকে বিএনপি’র সহায়তা
চট্টগ্রামের মিরসরাইয়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৫ পরিবারের পাশে মানবিক সহায়তার দিয়েছেন সদর ইউনিয়ন জাতীয়তাবাদ দল বিএনপি। শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল ১১টায় বিএনপির উদ্যোগে নগদ অর্থ, টিন ও পিলার বিতরণ করা হয়।
ক্ষতিগ্রস্থ তিন পরিবাররকে ১ বান করে টিন, ৩ টি পিলার ও নগদ অর্থ এবং দুটি সনাতনী হিন্দু পরবারের হাতে নগদ ৫ হাজার টাকা করে তুলে দেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সভাপতি, চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন৷ এসময় মিরসরাই পৌরসভা বিএনপির আহবায়ক মোঃ মহি উদ্দিন, আনোয়ার হোসেন, মফিজ উদ্দিন, কামরুল ইসলাম , নাজিম উদ্দীন মিঝি,সুজাউল হক, সাইফুল ইসলাম সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি, যুবদল এবং ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন৷
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থরা অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, আমাদের মতো গরিবদের ঘরে আগুন লাগলে বাচানোর কিছুই থাকে না৷ অগ্নিকান্ডের ঘটনার পর থেকে খোলা আকাশের নিচে প্লাস্টিক মুড়িয়ে থাকতে হচ্ছে৷ অনেকেই নানাভাবে সহযোগিতা করছেন৷ আজও বিএনপি নেতারা টিন,পিলার, টাকা দিয়ে গেছে৷ সকলের প্রতি আমরা কৃতজ্ঞ৷
চখ/ককন